পটিয়ায় ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পটিয়ায় ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পটিয়া পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে বোরো ফসলের প্রণোদনার সার ও বীজ পেল ২৩০ জন কৃষক। উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় (১৪ ডিসেম্বর) বুধবার সকালে কৃষি অফিস সম্মূখে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর রুপক কুমার সেন, উপ সহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহজাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বুলবুল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ, টিটন কুমার দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সেলিম প্রমুখ।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব অর্থনীতি গড়ে তোলার জন্য কৃষকদের জন্য নানামূখী সহায়তার হাত বাড়িয়েছেন। এসব সার ও বীজ যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষি বিপ্লব গড়ে তুলতে হবে। প্রতি ইঞ্চি অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করতে হবে।

Related Articles