পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন সংলগ্ন পরিত্যক্ত ডোবায় সমন্বিত খামার গড়ে তুলেছেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন। গতকাল (১৪ ডিসেম্বর) বুধবার বিকেল ৪ টায় খামারটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
অনুষ্ঠানে হুইপ বলেছেন, দেশকে এগিয়ে নিতে ও সকল সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সকলকে সাশ্রয়ী ও উৎপাদনমূখী হওয়ার পরামর্শ দিয়েছেন। যেখানে খালি জমি আছে, সেখানে যত বেশি সম্ভব শাক সবজি, ফল-মূল, মাছ উৎপাদন করতে হবে।
হাঁস-মুরগি, ছাগল, ভেড়া পালন করতে হবে। এর ধারাবাহিকতা রক্ষা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার সমন্বিত খামার চালু করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান হুইপ।
অনুষ্ঠানে ইউএনও আতিকুল মামুন জানান, খামারটিতে ভাসমান সবজি খামার ও ডোবায় মাছ চাষের ব্যবস্থা করা হয়েছে। খামারটি ভাসমান সবজি চাষে আইকনিক হিসেবে পটিয়ার কৃষকদের মাঝে তুলে ধরা হবে যাতে কৃষকরা পুকুরে মাছ চাষ এবং পানিতে ভাসমান সবজি উৎপাদন করে লাভবান হতে পারে।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, মাজেদা বেগম শিরু , সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, বিমল মিত্র, মিজানুর রহমান প্রমুখ।