আমার পটিয়া . কম : বিজয় দিবসে চট্টগ্রামের পটিয়ায় বিএনপি আওয়ামী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, পটিয়া প্রেসক্লাব, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে বিজয় মিছিল বের করে।
বিএনপির পটিয়ার সাবেক এমপি প্রার্থী এনামুল হক এনামের নেতৃত্বে বিশাল মিছিল সবার দৃষ্টি আকর্ষণ করে। পরে উপজেলা স্মৃতিসৌধে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগেদিন রাত ১২টায় উপজেলা প্রশাসন, থান প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল ও কাউন্সিলর গোফরান রানার নেতৃত্বে কাউন্সিলররা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন।
অপর দিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, বিএনপির পটিয়া উপজেলার আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা যুবলীগের হাসান উল্লাহ, ইমরান উদ্দিন বশিরের নেতৃত্বে পৃথক পৃথকভাবে বিজয় র্যালীতে দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যাগে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- দুর্নীতি প্রতিরোধ পটিয়া উপজেলা কমিটির সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি ইকবাল কাদেরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।