আমার পটিয়া. কম : তুচ্ছ ঘটনার জের ধরে পটিয়ায় কৃষকের স্ত্রীকে নির্মমভাবে রক্তাক্ত যখম করেছে প্রতিবেশী। বর্তমানে কৃষকের স্ত্রী আরতি দাশ (৮০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষক রাখাল দাশের স্ত্রী। ওই হামলায় কৃষকের পুত্রবধু গার্মেন্টস কর্মী সুমি দাশ শিপ্রা (৪৫) রক্তাক্ত জখম হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত বমি ও অতিরিক্ত রক্তক্ষরন বন্ধ হয়নি। এর আগের দিন গত রবিবার বিকেলে প্রতিবেশী নয়ন ও হৃদয় দাশসহ ৪/৫জনের নেতৃত্বে অসহায় কৃষক পরিবারের উপর হামলা চালায়।
জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সমীর দাশের পুত্র নয়ন দাশ (৩০) ও তার ভাই হৃদয় দাশ (২৮) রবিবার বিকেল ৫টায় অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত যখম করে। ঘটনার পর স্থানীয় লোকজন কৃষকের স্ত্রী ও পুত্রবধুকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কৃষকের পুত্র সনঞ্জয় দাশ জানিয়েছেন, হামলাকারীরা থানায় কোন অভিযোগ কিংবা মামলা না করতে হুমকি দেয়। মামলা করলে তাদের প্রাণপাশের হুমকি দেনিন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, কৃষক পরিবারের উপর হামলার ঘটনাটি শুনেছি। তবে এখনো তাদের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
