পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা ১১ জানুয়ারি (বুধবার) উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে বেশকিছু স্থাপনা উচ্ছেদ করে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। এসময় দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার শান্তিরহাট এলাকায় বেশকিছু দিন সড়ক ও ফুটপাত দখল করে মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি করে রাখা হয়। স্থানীয়দের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে তা উচ্ছেদ করেছেন। এসময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ ¯েœহাংশু বিকাশ চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন জানিয়েছেন, শান্তিরহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন স্থাপনা রাখায় দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হয়ে আসছিল। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান রাখা হবে বলে জানান।
