পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের পুলিম সুপার এম এম শফিউল্লাহ বিপিএম বলেছেন শীঘ্রই পটিয়া থেকে কিশোর গ্যাং, পাহাড়ি সন্ত্রাসী, জঙ্গীবাদ ও মাদক নির্মূল করা হবে। তিনি বিট পুলিশিং সভা উপলক্ষে সোমবার দুপুরে পটিয়া থানা চত্বরে আয়োজিত এক সভায় এই প্রতিশ্রুতি দেন।
পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদারের সভাপতিত্বে ও ওসি তদন্ত রাশেদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুদীপ্ত সরকার, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পৌর কাউন্সিলর গোফরান রানা।
জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বলেন, আগামী এক মাসের মধ্যে কিশোর গ্যাং মুক্ত করা হবে পটিয়া পৌর এলাকাকে। আমরা মাদক, কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্সে রয়েছি।
যেখানেই এ ধরনের অপরাধ সংঘটিত হয়, সাথে সাথে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন। যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। এ ধরনের অপরাধ নির্মূলে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন। পৌর সদরকে কিশোর গ্যাং মুক্ত করতে ওয়াডে ওয়াডে তল্লাশি চৌকি বসানো হবে।
নম্বরবিহীন কোন ধরনের মোটর সাইকেল চলাচল করতে পারবে না। এমনকি হেলমেট ছাড়া ও কোন মোটরসাইকেল চলাচল করতে দেয়া হবে না। তাছাড়া গরু চুরি বন্ধে রাতের বেলায় গরু বাহিত কোন গাড়ি পটিয়ায় আসবেও না যাবেও না। দিনের বেলায় কাগজ দেখিয়ে যেতে দেয়া হবে। সভায় পটিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিংক কার্যক্রম নেয়ার পরামর্শ