পটিয়া খাসমহল ভূমি অফিস জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

পটিয়া খাসমহল ভূমি অফিস জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়া ভূমি অফিসের সামনে পুরণো টিনশেড জামে মসজিদটি ভেঙ্গে নতুন একটি দ্বিতল জামে মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান।

মসজিদে নির্মানে ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা। মসজিদের নকশা প্রণয়ন থেকে নির্মান কাজের সম্পূর্ণ অর্থ দিচ্ছে এসআলম গ্রুপ। তারা ইতিমধ্যে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর কাছে ৮০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পটিয়া উপজেলা ভুমি অফিস জামে মসজিদের পুন: নির্মাণ ও আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমাদের দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়।

পটিয়া উপজেলা খাসমহল জামে মসজিদ নির্মাণ হলে একসাথে অনেক মানুষ আরামদায়ক পরিবেশে নামাজ পড়া ও ধর্ম চর্চার সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন বলেন, এই মসজিদ নির্মাণে পটিয়ার দানশীল পরিবার এস আলম গ্রুপ যে অর্থায়ন করছে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম ।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পৌরসভার কাউন্সিলর গোফরান রানা,ভূমি অফিস জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদের।#

Related Articles