পটিয়ায় অবৈধ মোটরসাইকেল চালানো নিষিদ্ধ -রোববার থেকে অভিযান

পটিয়ায় অবৈধ মোটরসাইকেল চালানো নিষিদ্ধ -রোববার থেকে অভিযান

আমার পটিয়া. কম : পটিয়ায় হেলমেট ও নাম্বারবিহীন মোটর সাইকেল চালানো অবৈধ হওয়ায় পুলিশ এধরণের মোটরসাইকেল পটিয়ায় চালানো নিষিদ্ধ করেছে।  আগামীকাল রোববার উপজেলা ও পৌর সদরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট দিয়ে এসব অবৈধ মোটরসাইকেল আটক করা হবে।

পটিয়াকে কিশোর গ্যাং মুক্ত করতে চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম’র নির্দেশে এ অভিযান শুরু হচ্ছে । যে সকল মোটরসাইকেল নাম্বারবিহীন ও চালকের হেলমেট থাকবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়া পৌর সদরের কয়েকটি পয়েন্টে থানা পুলিশের সাথে থাকবে ট্রাফিক পুলিশও৷ অভিযান চলাকালে কারো অনৈতিক কোন তদবির রাখা হবে না বলে পুলিশ জানিয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রেম পটিয়াকে কিশোর গ্যাং মুক্ত করার কাজ শুরু হয়েছে৷

একারনে হেলমেট ও নাম্বারবিহীন মোটরসাইকেল চালকদের গাড়ি আটকপুর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং এ অভিযান একটানা চলমান রাখা হবে বলে তিনি জানান৷

Related Articles