পাকিস্তানে সরকার উৎখাতে ইন্ধনের অভিযোগ অস্বীকার করলেন না ডনাল্ড লু

পাকিস্তানে সরকার উৎখাতে ইন্ধনের অভিযোগ অস্বীকার করলেন না ডনাল্ড লু

ইমরান খানের সরকার উৎখাতে ইন্ধন যোগানোর অভিযোগ সরাসরি অস্বীকার করলেন না মার্কিন কূটনীতিক ডনাল্ড লু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে এই প্রশ্ন করা হলে তিনি কৌশলের আশ্রয় নিয়ে এর সরাসরি উত্তর দেয়া থেকে বিরত থাকেন। পাকিস্তানে সরকার উৎখাতে এক মার্কিন কর্মকর্তা ‘ষড়যন্ত্রে’ ইন্ধন জুগিয়ে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমে কোনো দেশের নাম না বললেও শেষ পর্যন্ত প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে এই অস্থিতিশীল অবস্থার জন্য দুষেছেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্টান্ট সেক্রেটারি ডনাল্ড লু তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। গত ক’দিন ধরেই একটি চিঠির কথা বলে চলেছেন ইমরান, যা ডনাল্ড লু’র লেখা।

করাচিভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, ডনাল্ড লু আসলেই পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করছেন কিনা সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। বর্তমানে ভারত সফরে রয়েছেন এই মার্কিন কূটনীতিক। সেখানে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে পাকিস্তান নিয়ে প্রশ্ন করা হয়।

এসময় ইন্টারভিউয়ার ডনাল্ড লুকে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে, আপনার সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের একটি আলোচনা হয়েছে।

এতে আপনি তাকে বলেছেন, ইমরান খান যদি অনাস্থা ভোটে জয় পায় তাহলে পাকিস্তান ভয়াবহ বিপদে পড়বে এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না। বিষয়টি কি সত্যি?
এমন প্রশ্নের সরাসরি উত্তর দেয়া থেকে বিরত থাকেন লু। তিনি বলেন, আমরা পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি নজরে রাখছি। আমরা দেশটির সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনকে শ্রদ্ধা করি। ইন্টারভিউয়ার তাকে আবারও প্রশ্ন করেন যে, আসলেই এ ধরণের আলোচনা হয়েছিল কিনা। এর জবাবে মার্কিন এই কূটনীতিক বলেন, এই প্রশ্নের জবাবে তার আর কিছু বলার নেই।

এর আগে পাক গণমাধ্যম ডন ইমরান খানের ওই দাবি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন তুলেছিল। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সরাসরি এমন অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই।

Related Articles