মিয়ানমারে জান্তা বিরোধী এমপিসহ চার আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

মিয়ানমারে জান্তা বিরোধী এমপিসহ চার আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

চার গণতন্ত্রপন্থী এক্টিভিস্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এর আগে গত জানুয়ারি মাসে একটি রুদ্ধদ্বার বিচারে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছিল।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ আনা হয়। এর ফলে গত তিন দশকের মধ্যে এই প্রথম দেশটিতে বিচারবিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল এনএলডির নেতা ও সাবেক এমপি ফিও জেয়র থাও। আরেকজন বিশিষ্ট গণতন্ত্রপন্থী নেতা কিয়াউ মিন ইউ। অন্য দুজন হলেন হ্লা মিয়ো অঙ্গ এবং অঙ্গ থুরা ঝেও। এই মৃত্যুদণ্ড নিয়ে জান্তার মুখপাত্র জাও মিন তুন গত মাসে বলেছিলেন, অভিযুক্তরা মৃত্যুদণ্ড বাতিলে আপিল ও সাজা কমানোর চেষ্টা করেছিল। কিন্তু আদালত তাদের আপিল ও অনুরোধ খারিজ করে দিয়েছে। এরপর আর কোনও পদক্ষেপ নেয়া হয়নি।

Related Articles