প্রত্যয় কবিতা উৎসব স্মারক এর মোড়ক উন্মোচন। 

প্রত্যয় কবিতা উৎসব স্মারক এর মোড়ক উন্মোচন। 
পটিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজিত ‘প্রত্যয় কবিতা উৎসব-২০২২’ উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল ৫মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব খোরশেদ আলম খাঁন। তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পটিয়া উপজেলা বিশেষ ভাবে প্রতিষ্ঠিত ও সমাদৃত। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী প্রত্যয় কবিতা উৎসব উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ নিঃসন্দেহে প্রশংসনীয়। সংস্কৃতির চর্চা মানুষের মনোজগৎ সমৃদ্ধ করে।এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ড সমাজ ও দেশকে এগিয়ে নিবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল কুমার বড়ুয়া, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আবু তাহের তাহসান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সিরাজুল ইসলাম রাজু, একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সংগীত শিক্ষক শিবু মল্লিক, সিনিয়র সদস্য সুকান্ত দাশ, রাজ দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় কবিতা উৎসব এর আহবায়ক আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী৷ এই  প্রসঙ্গে একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সম্প্রীতির স্বদেশের বিনির্মাণে নিরন্তর কাজ করে যাচ্ছে প্রত্যয় শিক্ষা ও প্রত্যয় শিক্ষা সাংস্কৃতিক একাডেমি । প্রত্যয় কবিতা উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারক আমাদের সৃজনশীল কর্মকাণ্ডের অংশ। প্রত্যয় একাডেমি  সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সব সময় পটিয়াকে তুলে ধরার চেষ্টা করে যাবে।  উল্লেখ্য, গত ১১ ও ১২ মার্চ দুই দিন ব্যাপী কবিতা উৎসবে অংশ নেন পটিয়া ও চট্টগ্রামের ৫০ জনের অধিক আমন্ত্রিত  কবি, সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী। মোট ৬ টি অধিবেশনে সাজানো  দু’দিনের প্রত্যয় কবিতা উৎসবে ছিল মুক্ত আলোচনা, একক ও দলীয় আবৃত্তি, ছড়া পাঠ, আবৃত্তি প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, কবিতার গান ও নৃত্য।

Related Articles