রমজানে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্যরা। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি মূল্যে পণ্য বিক্রি করায় বিভিন্ন জনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ ৩ এপ্রিল, রবিবার দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, হিমাদ্রি খীসা, সুবল চাকমা ও হুছাইন মুহাম্মদ।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরীর সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বাজার মনিটরিং করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পরিচালিত অভিযানে বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।