জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানে জরিমানা

জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানে জরিমানা

রমজানে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্যরা। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি মূল্যে পণ্য বিক্রি করায় বিভিন্ন জনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আজ ৩ এপ্রিল, রবিবার দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, হিমাদ্রি খীসা, সুবল চাকমা ও হুছাইন মুহাম্মদ।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরীর সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বাজার মনিটরিং করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পরিচালিত অভিযানে বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

Related Articles