প্রথমবার একসঙ্গে জ্বলে উঠলেন তিন তারকা

প্রথমবার একসঙ্গে জ্বলে উঠলেন তিন তারকা

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে এই প্রথম একই ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। ফরাসি লিগ ওয়ানে রোববার লরিয়ের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় কুড়ায় পিএসজি। দুটি করে গোল করেন নেইমার ও এমবাপ্পে। একবার জালে বল পাঠান মেসি।
আগের ম্যাচে মোনাকোর মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল পিএসজি। তবে এবার নিজেদের পার্ক দেস প্রিন্সেস মাঠে ১২তম মিনিটেই গোলের খাতা খোলেন নেইমার। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফরাসি তারকা। ছয় মিনিট বাদে এমবাপ্পের অ্যাসিস্টেই গোল করেন মেসি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেইমারের দ্বিতীয় গোলেও সরাসরি অবদান এমবাপ্পের। মাঝে ৫৬তম মিনিটে লরিয়ের সান্ত্বনাসূচক গোলটি করেন টেরেম মফি।

এ জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও মজবুত করলো পিএসজি। সমান ম্যাচ খেলে দুই নম্বরে থাকা মার্শেইর সংগ্রহ ৫৬ পয়েন্ট। ২৮ পয়েন্টের সুবাদে ১৬ নম্বরে রয়েছে লরিয়ে।

চলতি মৌসুমে লিগ ওয়ানে ব্যক্তিগত অর্জনে মোনাকোর উইসাম বেন ইয়েদার ১৮ গোল নিয়ে রয়েছেন শীর্ষে। পিএসজির এমবাপ্পে, রেনের মার্টিন তেরিয়ের ১৭টি করে গোল করেছেন। তবে অ্যাসিস্টে সবার উপরে রয়েছেন এমবাপ্পে। ১৩টি গোলে সরাসরি অবদান তার। রেনের বেঞ্জামিন বোরিগেদের অ্যাসিস্ট ১১টি। ১০ অ্যাসিস্ট নিয়ে মেসি রয়েছেন তিন নম্বরে।

Related Articles