রেললাইনের ধারে পথচারীদের সাথে ইফতার করলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল

রেললাইনের ধারে পথচারীদের সাথে ইফতার করলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল

পটিয়া সংবাদদাতা : পটিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে পথচারীদের সাথে ইফতার করলেন পটিয়া পৌরসভার  মেয়র আইয়ুব বাবুল।

রমজানের চতুর্থ দিন পটিয়া রেল স্টেশন এলাকায় পথচারী, ভবঘুরে, দুস্থ, গরিব, অসহায় মানুষের মানুষকে নিয়ে রেল লাইনের ধারে ইফতারের এই আয়োজনে মেয়র আইয়ুব বাবুল ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ফল আমদানি কারক এরাবিয়ান ডেটস সুপার শপ এর স্বত্বাধিকারী শহিদুল আলিম।

পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আমার পটিয়া.কম  এর সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এটিএম তোহা, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর  জসীমউদ্দীন, পটিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম,দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, সাংবাদিক মহিউদ্দীন চৌধুরী, ছাত্র নেতা ইকবালুর রহমান ওপেল, শিশু সংগঠক নাঈমুদ্দিন, আবু সাঈদ প্রমূখ নেতৃবৃন্দ।

পটিয়া পৌরসভার ৯টি জনবহুল এলাকায় মাসব্যাপী ইফতারির আয়োজন করেছে এরাবিয়ান ডেটস সুপার শপ এর স্বত্বাধিকারী শহিদুল আলিম।

ইফতারের ব্যবস্থাপনায় রয়েছে পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ।

পহেলা রমজান থেকে ৩০ শে রমজান পর্যন্ত খেজুর এবং পানি নিয়ে স্বেচ্ছাসেবক দল বিকেল পাঁচটার পর নির্দিষ্ট ভুতে রোজাদারদের জন্য ইফতার নিয়ে দাঁড়িয়ে থাকেন। ব্যতিক্রমী এই  আয়োজনে সাধারণ মানুষ এবং রোজাদার বৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ বুধবার পথচারীদের সাথে ইফতারপূর্ব এক সমাবেশে নেতারা বলেন পৌরসভার ব্যবস্থাপনায় ইফতারির আয়োজন করায় এরাবিয়ান সুপারশপের স্বত্বাধিকারী শহিদুল আলম কে ধন্যবাদ জানান। শহীদুল আলম বলেন নাগরিক দায়িত্ববোধ থেকে এবং মানুষের জন্য তিনি এই ইফতারির আয়োজন করেছেন।

এখানে তার আর কোন উদ্দেশ্য নেই পটিয়ার মানুষ যাতে সবাই ইফতার করতে পারে সে জন্য তিনি এই আয়োজন করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন আগামীতে আরও ভাল পরিসরে ইফতারির আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার। পরে শহিদুল আলিম প্রেসক্লাবের নতুন অফিসে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন এবং তাকে প্রেসক্লাবের আজীবন সদস্যপদ দেয়ার আগ্রহ প্রকাশ করায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ।

Related Articles