পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় পুলিশের পক্ষ থেকে একটি সেমি পাকা ঘর পেয়েছে গৃহহীন জারিয়া বেগম। গতকাল (রবিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে এ গৃহ হস্তান্তর করেন।
গৃহহীন জারিয়া একজন একজন গার্মেন্টস কর্মী। জারিয়ার বড় ছেলে সিরাজুল ইসলাম দিনমজুর ও ছোট ছেলে রিয়াজুল ইসলাম একজন রিক্সা চালক। গৃহহীন পরিবারের তিন সদস্য দীর্ঘদিন পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় ভাড়া বাসায় থেকে জীবনযাপন করতো। অসহায় এ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ পটিয়া থানা। ভিডিও কনফারেন্সে পটিয়া থানা পুলিশ যুক্ত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মানবিক দিক বিবেচনা করে মুজিব বর্ষ উদযাপনের খরচ থেকে পুলিশ সারাদেশে গৃহহীনদের জন্য প্রতি থানায় একটি ঘরে জমিসহ ঘর নির্মান করে দিয়েছে। তাছাড়া পটিয়া থানায় চালু করা হয়েছে বৃদ্ধ,নারী,শিশু ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক।
২০২০ সালের ডিসেম্বর মাসে সার্ভিসটি চালু করা হয়। এ পর্যন্ত ২২৯জন এ সেবা গ্রহণ করেছেন। পটিয়া থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন সার্ভিস ডেস্কের দায়িত্বে রয়েছেন। সেবাগ্রহীতা সার্ভিস ডেক্সের সহযোগিতা নিতে পারবে।
এ সার্ভিস থেকে অসহায়, গৃহহীনদের সেবা দেওয়া হয়। এটি চলমান রাখা হবে।