পটিয়া সংবাদদাতা : পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা দীর্ঘদিন রোগ ভোগের গতকাল দুপুরে নগরীর পার্কভিউ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম সিরাজুল মোস্তফা পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কবির আহমদ সওদাগরের বড় ছেলে। তিনি পশ্চিম পটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আজ সোমবার সকাল ১১ টায় পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শরীফ খাঁ জামে মসজিদ প্রাঙ্গনের নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, যুবলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া ইন্দ্রপোল লবন শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আল্লাই,দক্ষিন জেলা আওয়ামী নেতা বিজন চক্রবর্তী, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর মো: নাছির।
