পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ায় তাকে নিয়ে এরদোগান ‘অত্যন্ত খুশি’ বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই তাকে ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট। একইসঙ্গে পাকিস্তানের গণতান্ত্রিক কার্যক্রমেরও প্রশংসাও করেছেন তিনি। এ খবর দিয়েছে জিও টিভি।
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়। এরদোগান শাহবাজকে বলেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব রয়েছে। তারা পাকিস্তানের ঘটনাপ্রবাহের খবর রাখেন। অনেক সমস্যা ও বাধার মধ্যেও পাকিস্তান গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিতের লড়াইয়ে হাল ছেড়ে দেয়নি।
তুরস্ক পাকিস্তানকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও শাহবাজকে বলেন এরদোগান। পাকিস্তানের ভবিষ্যত নিয়ে আশা প্রকাশ করে এরদোগান আরও বলেন, পার্লামেন্টে নির্বাচনের এই ফলাফল পাকিস্তানের নাগরিকদের জন্য লাভজনক হবে। আমি নিশ্চিত যে পাকিস্তানে নতুন নেতৃত্বের অধীনে পাকিস্তান-তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী হবে। জবাবে শাহবাজ বলেন, তার শাসনামলে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ট হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তাকে অভিনন্দন জানানোয় তিনি এরদোগানকে ধন্যবাদ জানান।