আমার পটিয়া. কম : পটিয়ার শান্তির হাটের শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
দীর্ঘদিন থেকে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের শান্তির হাটে যানজটে অতিষ্ঠ মানুষ ঠাট্টা করে শান্তির হাটের নাম দিয়েছে অশান্তির হাট।
যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা থেমে থাকতে হয় যানবাহন গুলোকে। এ অবস্থা থেকে উত্তরণে এলাকার সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী আজ শান্তির হাটে ফুটওভার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে তিনি বলেন, পটিয়াকে মডেল উপজেলা করতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। তিনি বলেন, যানজট নিরসনে ও মানুষের রাস্তা পারাপারের সুবিধার জন্য এ ফুটওভার ব্রীজ মানুষের অনেক সহায়ক হবে।
তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ওভার ব্রিজের দুপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে পারাপার বন্ধ না করলে লোকজন রাস্তার উপর দিয়ে পারাপার বন্ধ করবেনা।
ফলে যে উদ্দেশ্যে ফুটওভার ব্রিজ নির্মান তার সুফল পাওয়া যাবে না।
ভিত্তি প্রস্তরের সময় উপস্থিত ছিলেন, দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম, জিরি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, কেন্দ্রীয় আওয়ামী নেতা গোলাম সারওয়ার চৌধুরী মুরাদ, উপজেলা আ’লীগ নেতা নুর-উর রশিদ চৌধুরী এজাজ, মোজাম্মেল হোসেন রাজধন, নুরুল হুদা খান, মোহাম্মদ এমরান, কুসুমপুরা ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম লিটন, ইউপি সদস্য খোরশেদ আলম, নুরুল ইসলাম নুরু, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আরাফাত শাকিল।