বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বর্ণিল সাজে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়।

এই সময় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুরসহ সকল বয়সের মানুষ।

পরে শিল্পীদের অংশগ্রহণে নাচ-গানে মেতে উঠে বাংলা নববর্ষের মাঠ। শোভাযাত্রায় নানা সাজে সজ্জিত অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Related Articles