ওয়েল ফুডের পটিয়া শো- রুম উদ্বোধন

ওয়েল ফুডের পটিয়া শো- রুম উদ্বোধন

আমার পটিয়া. কম : চট্টগ্রামের জনপ্রিয় খাদ্য ও মিষ্টান্ন জাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েল ফুডের পটিয়া শাখা উদ্বোধন হলো আজ। 

এই উপলক্ষে পটিয়া বাস স্ট্যান্ড এলাকায় ওয়েল ফুডের আউটলেট শাখাটিকে বর্ণাঢ্য ভাবে সাজানো হয়। পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল ওয়েল ফুডের এই শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেশের অন্যতম খাদ্য শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের ওয়েল ফুড এর নতুন শো- রুমে কোম্পানীর বিশ্বমানের পণ্য পাওয়া যাবে।

এই উপলক্ষে আগত অতিথিরা বলেন, রুচি,গুনগতমান ও স্বাস্থ্যকর খাদ্য হিসাবে ওয়েল ফুডের জনপ্রিয়তা কারণে ঢাকা,চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় সীমিত শো-রুমগুলোতে বহু দূর থেকে ক্রেতা সাধারণ খাদ্য ক্রয় করতে আসে।

ওয়েল ফুড প্রিয় এসব ভোক্তাদের কাছে ওয়েল ফুডকে অধিকতর সহজলভ্য করার জন্য সারাদেশে নতুন নতুন শো- রুম খোলার ধারাবাহিকতায় পটিয়া পৌর সদর বাসস্ট্যান্ডে এলাকায় এই শো-রুমটি কেবল স্থানীয়দের চাহিদা নয় দক্ষিণ চট্টগ্রামের মানুষের চাহিদা পূরণেও ভৃমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, ফুড লিমিটেড এর পরিচালক সৈয়দ আসিফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,তাজুল মুল্লুক, পটিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ও আমার পটিয়া. কম এর সম্পাদক প্রবীণ সাংবাদিক এটিএম তোহা,  কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইনজামুল হক জসিম,ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, রবিউল হোসেন রুবেল,শরীফ চৌহান,শওকত হোসেন রাসেল,মঈনুল হোসেন রাজু,প্রণব চৌধুরী ও ওয়েল গ্রুপের কমকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যম নেতৃবৃন্দ।

Related Articles