আজ ১৬ এপ্রিল পটিয়ায় পাক বাহিনীর বিমান থেকে বোমা হামলা দিবস।

আজ ১৬ এপ্রিল পটিয়ায় পাক বাহিনীর বিমান থেকে বোমা হামলা দিবস।

আমার পটিয়া.কম : আজ ১৬ এপ্রিল পটিয়া বোমা হামলা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর অল্প ক’দিন পরেই ১৬ এপ্রিল তারিখে পটিয়া সদরের থানার মোড় এলাকায় পাক বাহিনীর জঙ্গি বিমান থেকে নির্বিচারে এলোপাথাড়ি বোমা করে।

এতে ধ্বংসস্তুপে পরিণত হয় থানার মোড় মসজিদ এবং আবদুস সোবহানরাহাত আলী হাইস্কুলসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

হামলায় তাৎক্ষণিক ভাবে নিহত হন হোমিও চিকিৎসক ছৈয়দ আহমদ, পথচারী ফয়েজ আহমদ, ছৈয়দুল হক, আলী আকবর, আমীর আহমদ, আবুল খায়ের, বিজয় দে, মধুসূদন মিত্র, রমণীমোহন মজুমদার, সতীশ দেবনাথ, পীযুষ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, মঙ্গলাদেবী চৌধুরী, রিকশা চালক দুদু মিয়া, নছুমা খাতুন, ঘোড়াগাড়ি চালক উমর আলীসহ অন্তত বিশজন সাধারণ মানুষ। আহত হন অর্ধশতাধিক।

ঐতিহাসিক পটিয়া বোমা হামলা দিবস উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ১৬ এপ্রিল শনিবার বিকেল তিনটায় পটিয়া থানার মোড় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এতে সগনরসদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Related Articles