পটিয়া সংবাদদাতা : উপজেলার আশিয়া ইউনিয়নের পূর্ব বাথুয়া গ্রামে জলি আকতার (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে বাথুয়া গ্রামের মোহাম্মদ মানিকের স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বিষপানের পর রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হপাসাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জলি একই এলাকার আবু তালেবের কন্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান। # ১৭.৪.২২
