পটিয়া সংবাদদাতা : পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবাসহ বিউটি আকতার (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছেন। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন দক্ষিণ কমলা গ্রামের মো. সেলিমের স্ত্রী। শুক্রবার রাত ২টার সময় উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করেন।
<span;>পটিয়া থানার উপ-পরিদর্শক মো. হাবিব জানিয়েছেন, কক্সবাজার ছেড়ে আসা একটি বাসে করে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে থানা পুলিশ তল্লাশি চালায়। এসময় বিউটির হাতে থাকা একটি ব্যাগ নিয়ে পালানোর সময় ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #
