প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও নির্দেশনানুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হচ্ছে ৫০০ শয্যার বিশ্বমানের ‘ইনিস্টিটিউট অব কার্ডিও ভাস্কুলার সাইন্স এন্ড রিসার্চ। এ উপলক্ষ্যে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার উন্নয়ন কমিটি’র গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের এক থেকে ছয় তলা পর্যন্ত (৫ম তলা ব্যতীত) কাডির্য়াক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বিদ্যামান থোরাসিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, ভাস্কুলার সার্জারি ইত্যাদির সার্বিক উন্নয়নে যথাযথ ব্যবস্থাও নেয়া হবে।
হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানের সঞ্চালনায় ও হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একে এম ফজলুর রহমান সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ও শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান রতন, ভাস্কুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ খান প্রমুখ বক্তব্য রাখেন।।