পটিয়া পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে -মেয়র আইয়ুব বাবুল

পটিয়া পৌর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে -মেয়র আইয়ুব বাবুল

এ,টি,এম তোহা : পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের সকল প্রকার হয়রানি,চাঁদাবাজি, ছিনতাই ও যানজট মুক্ত পৌরসভা উপহার দেয়ার লক্ষ্যে পৌরসভা উদ্যোগ নিয়েছে।

মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনসার নিয়োগ করা হয়েছে।

পটিয়া পৌরসদরকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি মঙ্গলবার সকালে পটিয়া পৌরসদরে ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভা কর্তৃক আনসারের দায়িত্ব বন্টন কালে প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা বলেন।

পৌরসচিব  নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিল্লুর রহিম, থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, ব্যাংকার নুরুল ইসলাম, সৈয়দুল হক, সাইফুল ইসলাম,শাওন রাহী প্রমুখ।

Related Articles