পটিয়ায় সন্ত্রাসী হামলায় যুবলীগের সাবেক নেতা জমিরসহ গুলিবিদ্ধ ৩

পটিয়ায় সন্ত্রাসী হামলায়  যুবলীগের সাবেক নেতা জমিরসহ গুলিবিদ্ধ ৩

আমার পটিয়া. কম: পটিয়ায় সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা জমির উদ্দিন জমিরসহ আরো   ৩ যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত ১০ টায় একটি ইফতার মাহফিলে ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদকে দাওয়াত দিয়ে পটিয়া পৌরসভায় নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের সশস্ত্র হামলার শিকার হন জমির উদ্দিন, জানিয়েছেন ভাটিখাইন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

তিনি আমার পটিয়াকে জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল পৌরসভার খাসমহল এলাকার একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুব এর আমন্ত্রণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

জমির উদ্দিন সহ যুবলীগ কর্মীরা ঐ ইফতার মাহফিল সফল করতে কাজ করছিলেন।

রমজানের প্রথম থেকেই বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম ও জমির উদ্দিন ইফতার মাহফিলের আয়োজন করে আসছিলেন।

মঙ্গলবার রাতে আমজুরহাট এলাকায় সন্ত্রাসীদের হামলায় জমিরসহ ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হন৷ আহতরা হলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা ইকবাল হোসেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাদের অবস্থা আশংকাজনক হওয়াতে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে ৷

আহতদের একজনের অবস্থা আশংকাজনক।

আহতরা স্থানীয়ভাবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলমের সমর্থক হিসেবে পরিচিত৷ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনে ঘটনাস্থল এবং পৌরসভার বিভিন্ন পয়েন্টে পুলিশী টহল ও উপস্থিতি জোরদার করা হয়েছে ৷

এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি ৷ ঘটনার  পর পরিস্থিতি থমথমে। রাস্তঘাট ফাঁকা।

Related Articles