নেতাকর্মীদের হয়রানি বন্ধ না করলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবো- বদিউল আলম

নেতাকর্মীদের হয়রানি বন্ধ না করলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবো- বদিউল আলম

প্রেস বিজ্ঞপ্তি:  বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, পটিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না করলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবো।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ চলছে।

দলীয় নেতাকর্মীরা নিস্বার্থভাবে দলের জন্য কাজ করছেন। কিন্তু পটিয়াতে দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে মিথ্যা মামলা, হামলা করে আওয়ামীলীগকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য।

সম্প্রতি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবালকে ব্রাশ ফায়ার করে গুলিবিদ্ধ করা খুবই জঘন্যতম একটি ঘটনা।

যারা হামলা করেছে তারা বিএনপি-জামায়াতের লোক। তাদেরকে পুলিশ গ্রেফতার না করে হামলার শিকার নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ।

শনিবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।

বীরমুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রবীণ আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমদ।

বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখবেন এডভোকেট বদিউল আলম, লেখক ও কলামিষ্ট শামসুল হক, হুমায়ুন কবির রাশেদ, বীরমুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, সিরাজুল ইসলাম মাস্টার, নির্যাতনের শিকার ডিএম জমির উদ্দিন, সন্তোষ বড়ুয়া, আলী আহমদ বাবুল, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, হাসান মুরাদ, মো. আলমগীর, আবু ছৈয়দ, সোহেল ইমরান, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কামরুল হাসান মোল্লা, রনজন চক্রবর্ত্তী, নিখীল চন্দ্র দে, জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন- আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হামলা করে নির্যাতন বন্ধ করা না হলে ভবিষ্যতে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

Related Articles