বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার; পটিয়ায় র‍্যাবের অভিযানে ইউপি মেম্বারসহ আটক ৪।

বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার; পটিয়ায় র‍্যাবের অভিযানে ইউপি মেম্বারসহ আটক ৪।

পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের  পটিয়ার জঙ্গলখাইনে ব্রাশফায়ারে ৩ যুবলীগ নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনার পর গতকাল ২২ এপ্রিল  সন্ধ্যায় র‍্যাবের অভিযানে ইউপি সদস্য ও যুবলীগ কর্মী  এয়ার মোহাম্মদ বাবর  (৩৫) ও তার ২ সহযোগীকে একটি  বিদেশি পিস্তল, ১ টি এলজি, ১টি  থ্রি কোয়ার্টার গান বন্দুক ১৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো  র‍্যাব-৭ এর এক প্রেসনোটে বিষয়টি জানানো হয়। 

আজ ২৩ এপ্রিল তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার।

উল্লেখ,  গত ১৯ এপ্রিল জঙ্গলখাইনে ৩ যুবলীগ কর্মী  গুলিবিদ্ধ হয়।
এঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
র্যাবের হাতে আটক অন্য ২ জন হলো মহিউদ্দিন  (২৯) ও আবদুল কাদের  চৌধুরী  (২১)

র‍্যাব জানিয়েছে,  আসামি  বাবরকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে গৈড়ালার টেক যাওয়ার পথে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় র‍্যাবের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে একজন র্যাব সদস্য আহত হন।

পরে  গৈড়ালা থেকে উল্লেখিত বিপুল অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে  পৃথক অভিযানে একই ইউনিয়নের নিমতল দরগাহ এলাকা থেকে শাহেদুল আলম সবুজ (৩৭) নামে একজনকে আটক করে র‍্যাব।

তার কাছ থেকে  ১ টি ছোরা, ১ টি রামদা, ১ টি , ১ টি চায়নিজ কুড়াল এবং  সুইচ গিয়ার অস্ত্র  উদ্ধার করে।

পটিয়া থানার এসআই  হাবিব জানিয়েছেন,  এঘটনায়  র‍্যাব-৭ এর ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে  ২ টি মামলা করেছেন।

Related Articles