বান্দরবানে দ্রুতগামী টমটমের ধাক্কায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানে দ্রুতগামী টমটমের ধাক্কায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: দ্রুতগামী বেপরোয়া টমটমের ধাক্কায় বান্দরবানে নন্দিতা চক্রবর্তী নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ব্রিগেড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ।

শিশুটি বালাঘাটা ব্রিগেড এলাকার উক্ষ্যংঝিরি পাড়ার সজল চক্রবর্তীর মেয়ে নন্দিতা চক্রবর্তী (৮) ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নন্দিতা চক্রবর্তী নিজ বাড়ি থেকে বেড়িয়ে ব্রিগেডের সামনে সড়কে পার হওয়ার সময় বেপরোয়াভাবে দ্রুত গতিতে আসা টমটমটি নন্দিতা চক্রবর্তীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটি মৃত্যু হয়। টমটমসহ ড্রাইভার নুর আলম ঘটনাস্থল থেকে পলিয়ে যায়, যার টমটম নাম্বার ২১।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় সময় বান্দরবানে টমটমের দূর্ঘটনা শিকার হয়েছে। বান্দরবান শহরে বেপরোয়াভাবে টমটম ড্রাইভাররা দাপত দেখিয়ে প্রধান সড়কে নৈরাজ্য সৃষ্টি করে থাকায় এমন ঘটনা প্রায় সময় হয়ে থাকে।

টমটম ড্রাইভার সমিতির সভাপতি মোঃ হেলাল জানায়, ঘটনাটি ঘটেছে সঠিক। নুর ড্রাইভার এখন কোথায় আমরা জানি না। সে বর্তমানে পালিয়ে গেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার এর সাথে কথা বললে তিনি জানান আমরা ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Related Articles