পটিয়া সংবাদদাতা (চট্টগ্রাম) : পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে আ’লীগ নেতাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করেছেন। তারা হলেন- উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম (৫৫) ও তার পুত্র মুসফিক উদ্দিন ওয়াসি (২৫)। শনিবার ভোরে উপজেলার পশ্চিম হাইদগাঁও বিএম জসিম চেয়ারম্যানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে একটি ইফতার পার্টিতে চেয়ারম্যান জসিমকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ ঘটনায় থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
এদিকে, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ডেকে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিমির বরণ চৌধুরী, সদস্য বিজন চক্রবর্ত্তী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আলমগীর খালেদ, রতন চক্রবর্ত্তী, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ,ইঞ্জিনিয়ার ছৈয়দ মোরশেদ, হাইদগাঁও ইউনিয়ন আ’লীগের আহবায়ক মাহফুজুল হক হাফেজ, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম জুলু, ফয়সাল আহমেদ, টিটু দেব্ মেম্বার। সংবাদ সম্মেলনে হাইদগাঁও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।
