শান্ত পটিয়াকে অশান্ত করতে দেয়া হবেনা-বদিউল আলম

শান্ত পটিয়াকে অশান্ত করতে দেয়া হবেনা-বদিউল আলম

শান্ত পটিয়াকে কোন অবস্থাতেই অশান্ত করতে দেয়া হবেনা। কোন অপশক্তির কাছে বীর পটিয়া পরাজিত হতে পারেনা। পটিয়ার মানুষ দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আবার জেগে উঠেছে।

যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ বদিউল আলম  পবিত্র মাহে রমজান উপলক্ষে ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যােগে ছনহরা প্রাইমারী স্কুল মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন যখন পটিয়ার নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে দূর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, ওই ভূমিদস্যু খাল খেকোরা জনমনে আস্থা হারিয়ে ফেলেছে।

তখন জনরোষের ভয়ে সন্ত্রাসীদের দিয়ে শান্ত পটিয়াকে অশান্ত করছে, একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে।

এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে, আমাদের পটিয়ার শতবছরের রাজনৈতিক ঐতিহ্য রক্ষা করতে হবে, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে পটিয়ার হারানো গৌরব মর্যাদা ঐতিহ্য ফিরিয়ে আনবো।

ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধাণ সম্পাদক কাজী আবু জাফর এবং সঞ্চালনা করেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোখতার আহমদ আরিফ, ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজল আহম্মদ দৌলতী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পেয়ার মোহাম্মদ সিকদার, উপজেলা যুবলীগের সাবেক সদস্য কাজী আল মামুন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক মানিক।

এতে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সিদ্ধার্ত বড়ুয়া, জেলা যুবলীগ নেতা উজ্জ্বল ঘোষ, কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মোঃ ইয়াকুব, নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক রিমন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, ছাত্রনেতা সাকিব, সাইফু সিকদার, ইলিয়াস, মোঃ রুবেল, প্রমূখ।

Related Articles