সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার সেখানে শেষ রমজান পালিত হবে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। অনলাইন গালফ নিউজ এ খবর দিয়েছে। একই দিন সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আরও যেসব দেশ তার মধ্যে আছে ফ্রান্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। খবরে বলা হয়, ফ্রান্সে শাওয়াল মাসের শুরু এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ২রা মে, সেমাবার। সিঙ্গাপুরে মজলিস উগামা ইসলাম সিঙ্গাপুরও একই ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমরাম কাউন্সিল আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী রোববার ১লা মে হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। ফলে শাওয়াল মাস শুরু হবে সোমবার থেকে
ফলে এদিনই সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।