পটিয়ায় সন্ত্রাসী বাহিনী বরদাস্ত করা হবেনা -বদিউল আলম

পটিয়ায় সন্ত্রাসী বাহিনী বরদাস্ত করা হবেনা -বদিউল আলম

আমার পটিয়া. কম : যুবলীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক জননেতা বদিউল আলম বলেছেন বহু দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে পটিয়ায় প্রকৃত আওয়ামী লীগের দমনের চেষ্টা করা হচ্ছে। আমি ঘোষণা করতে চাই, পটিয়ায় কোনো সন্ত্রাসী বাহিনী বরদাস্ত করা হবে না।

তিনি গতকাল ৪নং কোলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব বদিউল আলম বলেন পটিয়া একটি বহুদলীয় সন্ত্রাসী বাহিনীর উত্থান হয়েছে। বিএনপি জামায়েত জেপি,জাপা, ছাত্রদল, ছাত্রশিবির , ফ্রিডম পার্টির লোকজন দিয়ে এই বাহিনী তৈরি করা হয়েছে।

দলকে পরিবারে পরিণত করে দলীয় কর্মীদের কোনঠাসা করা হয়েছে।

যারা এসব অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তাদেরকে সন্ত্রাসী দিয়ে হামলা করাচ্ছে।  এত উন্নায়ন এর পর ও কোলাগাঁও ইউনিয়ন এর নৌকা ডুবালো কারা??

সামাজিক মাধ্যমে ছবি গুলো ভেসে বেড়াচ্ছে , তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে।
আমরা এসব নৌকা বিরোধী ,শেখ হাসিনার নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, এদের বিনাশ করতে হবে, মনে রাখতে হবে যারা শেখ হাসিনার আদেশ অমান্য করেন শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করেন তারা আওয়ামীলীগ এর শত্রু তারা দেশের শত্রু , ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে এসব দল দ্রোহী দেশদ্রোহীদের প্রতিহত করবো

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং কোলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব মো: হারুন
আবদুল আলীম (মনির) সন্চালনায়
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জনাব সাইফুল ইসলাম,

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাসেম বিন রাসেল,সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ, বেলজিয়াম, সাইফুল ইসলাম সাইফু আহবায়ক মৎস্যজীবী লীগ,আবু তাহের সাবেক সদ্যস দক্ষিন জেলা ছাএলীগ, আবদুল আল-মনি,সাবেক সহ সভাপতি খলিল মীর ড্রিগী কলেজ ছাএলীগ, কোলাগাঁও ২নং ওয়াড্ আওয়ামীলীগর সাধারন সম্পাদক আবদুল সবুর,, কোলাগাঁও ৩নং ওয়াডে্র সহ সভাপতি মনজু মাস্টার, আওয়ামীলীগ নেতা আবদুল গপুর, মোহাম্মদ রুস্তম আলী,যুবলীগ নেতা মোরশেদ জিয়া,লিটন, ছাএলীগ নেতা সাজ্জাদ,জিসান,সাজিদ।

Related Articles