নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ঢাকা  থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি পাশের খাদে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই ১ নারী ও হাসপাতালে নেয়ার পর ৬ জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হয় কমপক্ষে ৫০ জন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা ভাই-বোন। তারা হলেন সাদিয়া (১২) ও কাউসার (১৮)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন

তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। নিহত ভাই-বোন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের সন্তান।

উল্লেখ্য, ন্যাশনাল ট্রাভেলস থেকে ৫ জন পুরুষ ও সিয়াম পরিবহন থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles