কোনো এমপি বা মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য শ্রীলঙ্কার বন্দরনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (বিআইএ) প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। বিমানবন্দরের সূত্র উল্লেখ করে এ খবর দিয়েছে শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, কাতুনায়েকে ফ্রি ট্রেড জোনের এসব বিক্ষোভকারী বিমানবন্দরে প্রবেশের সড়কে নানা রকম গাড়ি এলোপাতাড়ি পার্কিং করে অবরোধ সৃষ্টি করেছে। এই বাধাকে উপেক্ষা করে কারো পক্ষে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। এ বিষয়ে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে ডেইলি মিরর।

- মে ১০, ২০২২
6 days ago
You can share this post!