বিশ্ব শান্তির জন্য গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করুন-বদিউল আলম

বিশ্ব শান্তির জন্য গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করুন-বদিউল আলম

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার পরিচালনা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা বাবু দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন  ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি  মোঃ জাকির হোসেন বাবুল, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়কারী বাবু উৎপল বড়ুয়া।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বাবু কৌটিল বড়ুয়া।

প্রধান অতিথি বদিউল আলম বলেন, গৌতন বুদ্ধ মানবজাতির শান্তি ও স্থিতিশীলতার জন্য আমৃত্যু কাজ করেছেন। তার আদর্শ অনুসরণ করলে বিশ্ব আজ হানাহানি থেকে রক্ষা পেতো।

ধর্মের আদর্শ থেকে বিচ্যুত হয়ে এখন অনেকেই ধর্মকে স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বৌদ্ধের অহিংস বাণী আজ অনেকে ক্ষেত্রেই বিসর্জিত। মায়ানমারে সামরিক সরকার সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করে দেশত্যাগে বাধ্য করেছে।

তাদেরকে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন। কিন্তু আজীবন তাদেরকে আশ্রয় দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।

বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নিতে মায়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারেন।

আমরা বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছি। আমাদের প্রতিবেশি রাষ্ট্র গুলোও অসাম্প্রদায়িক চেতনায় সংখ্যালঘুদের অধিকার দিয়ে শান্তিতে বসবাস করুক।

Related Articles