ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই -বদিউল আলম

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই -বদিউল আলম

আমার পটিয়া. কম: ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে-রাজপথে কোথাও হারানোর সুযোগ নেই। দলের ভিতর থেকেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উৎসাহ ও ইন্ধন দেয়া হয়। ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মামুনুর রশীদ রাসলের মনোনয়ন পত্র জমা দেয়া শেষে নির্বাচন কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম এসব কথা বলেন। 

তিনি বলেন, পটিয়ায় নেতার বিরুদ্ধে নেতা, কর্মীর বিরুদ্ধে কর্মীকে ব্যবহার করে যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে চান তাদের মূখোশ উন্মোচন হয়ে পড়েছে।

উল্লেখ্য আগামী ১৫ জুন তারিখ পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১৭ মে ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

এদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাসেল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী,  সাধারণত সম্পাদক অধ্যাপক হারুন রশীদ, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলমসহ নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

বদিউল আলম ছাড়াও আওয়ামী লীগের জেলা নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।

তিনি বলেন, দলের উপজেলা সভাপতি এবং  সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থীদের পক্ষে না বিপক্ষে পরিস্কার নয়।

কারণ তারা কোন বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি।

আগামীতে উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জেলা থেকে এ বিষয়ে কৈফিয়ত চাওয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।

সাম্প্রতিক সময়ে পটিয়ায় আওয়ামী লীগের অন্তর্কোন্দলে সৃষ্ট সহিংসতা দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম নির্বাচিত হওয়ার পর ২৫ মার্চ তিনি ইন্তেকাল করলে নির্বাচন কমিশন ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।

Related Articles