রাহাত আলী স্কুল টিমের ফুটবলার সাজ্জাদ এখন জাতীয় দলে

রাহাত আলী স্কুল টিমের ফুটবলার সাজ্জাদ এখন জাতীয় দলে

আমার পটিয়া. কম : বাংলাদেশের জাতীয় দলের জার্সি উঠলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ সাজ্জাদের গায়ে।

আসন্ন এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপে খেলতে ৩০ সদস্য ফুটবল দলের ফরোয়ার্ড হিসেবে বিপক্ষ দলে ত্রাস সৃষ্টি করে গোল আদায়ে তাকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফে কর্তারা।

পটিয়ার ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী স্কুল ফুটবল টীমের অন্যতম খেলোয়াড় সাজ্জাদের ফুটবলে হাতেখড়ি স্কুল টীমে।

পরে তিনি পটিয়া ব্রাদার্স ক্লাবের হয়ে উপজেলা ও জেলা ফুটবল দলে খেলেছেন।

আবদুস সোবহান ফুটবল দলের প্রতিষ্ঠাতা বাবুল জানিয়েছেন, কিছুদিন আগে সাজ্জাদ পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে জেলা ফুটবল টূর্ণামেন্টে নৈপুণ্য -পারদর্শিতা প্রদর্শন করেন।

পরে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা ১ম বিভাগ ফুটবল দলে খেলা অবস্থায় জাতীয় দলে ডাক পান।

জাতীয় দলে ডাক পাওয়ার খবর শুনে তার নিজ এলাকা পটিয়ায় আনন্দের বন্যা বয়ে যায়।

তাকে অভিনন্দন জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুন রশীদ, বর্তমান মেয়র আইয়ুব বাবুল,  যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন প্রমূখ নেতৃবৃন্দ।  তারা সাজ্জাদের সফলতার কামনা করেন।

এএফসি কাপে খেলার জন্য ৩০ জনের দলে ডাক পেয়েছে। ১মে
ফরোয়ার্ড জীবন ডাক পেলে ও তিনি সময়মত যোগ না দেয়ায় তার পরিবর্তে সাজ্জাদ ডাক পেল। সপ একসময় ফুটবল ছেড়ে দিয়েছিল পারিবারিক কারনে, তখন আমি আর মুহিব উল্লাহ ভাই জোর করে তাকে আবার মাঠে এনেছি, তখন উপজেলা ক্রিড়া সংস্থার হয়ে ৩য় বিভাগ খেলছিল, কোচ নাছিরের অনেক অবদান। সে ব্রাদার্সে খেলতে শুরু থেকে, নাছির ও সে সময় কেচ ছিল।

Related Articles