উচ্চ আদালতের রায়ে মনোনয়ন ফিরে পেলেন পটিয়ায় নৌকার প্রার্থী রাসেল

উচ্চ আদালতের রায়ে মনোনয়ন ফিরে পেলেন পটিয়ায় নৌকার প্রার্থী রাসেল

পটিয়া সংবাদদাতা  : উচ্চ আদালতের রায়ে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাতিল হওয়া নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেল মনোনয়ন ফিরে পেয়েছেন।

বুধবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানী শেষে তার মনোনয়ন বৈধ ঘোষনা ও রুল নিশিজারী করা হয়। এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল বিভাগের কর্মকর্তা দুইজনেই ঋণ খেলাপীর অভিযোগের নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

জানা গেছে, আগামী ১৫ জুন উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। মনোনয়ন যাচাই- বাছাইয়ে ঋণ খেলাপীর অভিযোগের নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন গত ১৯ ও ২২ মে মনোনয়ন বাতিল করা হয়। এর পর নৌকার প্রার্থী হাইকোর্ট ডিভিশন বেঞ্চে একটি রিট মামলা করেন।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির শুনানী শেষে রাসেলের মনোনয়ন বৈধ ঘোষনা করেন।

রাসেলের আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো. আবিদ চৌধুরী স্বাক্ষরিত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles