পটিয়য় সংবাদদাতা : পটিয়ায় রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভাংচুর, নগদ টাকাসহ মালামাল লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা কি কারণে ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক সংলগ্ন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম ও পরিষদের সদস্যরা রাতে কাজ শেষে বাড়ি ফিরে যান। ইউনিয়ন পরিষদের ৪ ও ৫নং ওয়ার্ডের চৌকিদার মনছুর আলম ও মো. ইউনুস রাতে ডিউটি শেষ করে পরিষদের একটি রুমে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জানালার একটি গ্রীল ভেঙে দুর্র্বত্তরা ভিতরে প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানিয়েছেন, ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীরা নানাভাবে ষড়যন্ত্র করে চলেছেন। এর আগেও ইউনিয়ন পরিষদে ভাংচুর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ইউপি পরিষদ ভাংচুর ও মালামাল লুটের খবর পেয়ে কালারপুল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ঘটনায় লিখিত এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
