মুক্তিপণ দাবিঃ পটিয়ায় শান্তি বাহিনীর হাতে ১৫ শ্রমিক অপহরণ

মুক্তিপণ দাবিঃ পটিয়ায় শান্তি বাহিনীর হাতে  ১৫ শ্রমিক অপহরণ

পটিয়া সংবাদদাতা : পাহাড়ি সন্ত্রাসীর (শান্তি বাহিনী) হাতে পটিয়ায় ১৫ বাগান শ্রমিক অপহরণ হয়েছে। তারা হলেন-পটিয়ার শেখ জবাব (৪২), বাদশা (৪৫), ইকবাল (৩৫), মো. আকতার (৩৫),  মো. দিদার (৩০), আশরাফ আলী(৬০), রোহিঙ্গা নাগরিক মো. রফিক (৩৫)। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজারের পূর্ব পাহাড় থেকে সন্ত্রাসীরা অপহরণ করে শ্রমিকদের গহীণ জঙ্গলে নিয়ে আটকে রাখে। এর মধ্যে ৫ শ্রমিককে বেদমভাবে মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে সকাল ১১টার দিকে ছেড়ে দিয়েছে। অন্যরা মুক্তিপণ না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দেন।  বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে।
জানা গেছে, প্রতি বছর এ মওসুমে অস্ত্রধারী সন্ত্রাসীরা উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, শ্রীমাই, পার্শ্ববর্তী বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার পাহাড় থেকে শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়। পাহাড়ে লেবু, আদা, পেয়ারাসহ বিভিন্ন চাষাবাদের জন্য যাওয়া শ্রমিকদের অস্ত্রেরমূখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। কেউ প্রতিবাদ করলে তাকে গুম, হত্যা ও মারধর করার পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। গত ১ মাস পূর্বে পটিয়া থানা পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পাহাড়ি সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করার খবর পেয়ে সকালে কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ছুটে যান। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। শীঘ্রই র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যাগে অভিযান পরিচালনা করা হবে ।

Related Articles