আমার পটিয়া. কম : আজ রোববার ৫ মে সকাল ১১ টা নাগাদ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিগারেটের আগুন থেকে ইপিআই স্টোররুম সংলগ্ন স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন কুমারের কক্ষে আগুনের সূত্রপাত বলে শিশুদের টিকা দিতে আসা লোকজন জানিয়েছেন।
স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন কুমার তখন তার কক্ষে ছিলেন না। তালা দেয়া বদ্ধ কক্ষ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে হাসপাতালের কর্মচারীরা ছুটে আসেন। পরে করোনা ফাইটার টেকনিশিয়ান দেবাশীষ বড়ুয়া সাজুর এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তার সাহসিকতা দেখে সবাই মুগ্ধ হয়ে ফায়ার ফাইটার্স বলে বাহবা দেন।
তারা তালা ভেঙে কক্ষে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঐ কক্ষ ছাড়াও পাশের কক্ষে একাধিক ফ্রিজে করোনার কয়েক হাজার টিকাসহ অন্যান্য টিকা মজুদ ছিল।
ফ্রিজে আগুন লাগলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা ছিল। কারণ উপরে দোতালায় ছিল মহিলা ও পুরুষ ওয়ার্ড। যেখানে অনেক রোগী ভর্তি ছিল।
এসময় শিশু ও মায়েদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা টিকা না দিয়েই হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে পড়েন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ এ প্রতিবেদককে জানিয়েছেন স্বাস্থ্য পরিদর্শকের কার্যালয়ে আগুনের সূত্রপাত হলে এক্সটিংগুইশার দিয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়।
তিনি জানিয়েছেন রুমে রক্ষিত কাগজপত্রে আগুন লেগেছিল। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহানা জেরিন সহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
ধুমপান মুক্ত এলাকা হলেও হাসপাতালের অনেক কর্মচারী নিজ কক্ষে বসেই ধুমপান করতে দেখা যায়।