বান্দরবানে বিভাগীয় বিচার সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে বিভাগীয় বিচার সম্মেলন অনুষ্ঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিভাগীয় অর্ধ-বার্ষিকী বিচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

আজ ১১ জুন শনিবার সকালে বান্দরবান জেলা জজ কোর্ট সম্মেলন কক্ষে বান্দরবান বিচার বিভাগের আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহি ভূইয়ার সভাপতিত্বে বিচার বিভাগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন বিভাগের বিজ্ঞ বিচারক (দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।

এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ আবু হানিফ , মোঃ খোরশেদ আলম সিকদার, বেগম নিশাত সুলতানা সহ বিভিন্ন প্রশাসনিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

সম্মেলনে উপস্থিত সকল অতিথিরা বিচারবিভাগীয় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে মুক্ত আলোচনা করেন এবং বিচার বিভাগকে আরো দ্রুত অগ্রগামী করার জন্য বিভিন্ন মুক্ত মতামত গ্রহণ করেন। তারা জানান বিচার বিভাগ সবসময় চেষ্টা করে ভালো নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণকে সুন্দর সুষ্ঠু সেবা নিশ্চিত করতে। তাই বিচার বিভাগের সকল কার্যক্রমকে আরো অগ্রগামী করার জন্য বিচার বিভাগের গঠনতন্ত্র মেনে চলার আহ্বান জানান।

রিমন পালিত
বান্দরবান প্রতিনিধি
১১ জুন ২০২২
মোবাইল: ০১৫৫৬৭৭৯৭১৬

Related Articles