বান্দরবানে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার ১১ জুন বিকালে বান্দরবান বাজারের ২নং গলিতে এ বিক্ষোভ সমাবেশ পালন করে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা আবিদুর রহমান, রিটন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামান, যুগ্ন আহবায়ক চনুমং মার্মা।

সমাবশে বক্তারা বলেন, জ্বালানী গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। জ্বালানী গ্যাসের দাম বাড়ার কারণে পরিবহণে ভাড়া বেড়েছে, ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। তারা সারাদিন যা আয় করে তা দিয়ে দুবেলা পেট পুরে খেতে পারেনা। মধ্যবিত্তরা রয়েছে আরও বেশী সমস্যায় , তারা সীমিত আয়ের ভিতরে চলতে হয়, কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা।

এসময় বক্তারা আরো বলেন, পার্শ্ববর্তী দেশে জ্বালানী গ্যাসের দাম কমে, আর আমাদের দেশে বাড়ে, আর এই কস্ট আমাদের জন্য মারাত্মক। এসময় বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে তা নাগালের মধ্যে আনার দাবী জানান বক্তারা ,তা না হলে সাধারণ জনগণ এর সমুচিত জবাব দেবে বলে হুশিয়ারী দেন।

Related Articles