আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে  দগ্ধ  হয়ে চিকিৎসাধীন আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃতু হয়েছে। এনিয়ে সেখানে আগুন নিভাতে গিয়ে প্রাণ গেছে মোট ১০ জন ফায়ার সার্ভিস কর্মীর।

রোববার (১২ জুন) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গাউসুল আজম (৩০) নামে এই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়।
নিহত গাউসুল আজমের বাড়ি যশোর জেলার মণিরামপুর উপজেলায়। তিনি কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ পরিচালক আনিসুল ইসলাম  বলেন, ঘটনার দিন প্রথম বিস্ফোরণে গাউসুল আজম দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, সীতাকুণ্ড ট্রাজেডিতে আহত আরও ১৩ ফায়ার সার্ভিস কর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর এই ঘটনায় এখনও নিখোঁজ আছেন তিন ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

Related Articles