ড্রোন ইউনিট উন্মোচনের খবর জানাল হামাস

ড্রোন ইউনিট উন্মোচনের খবর জানাল হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডস এবার তাদের ড্রোন ইউনিট উন্মোচন করেছে। তারা এই ড্রোন ইউনিটের নানা ছবি প্রকাশ করেছে।

এসব ছবিতে বিভিন্ন মডেলের ড্রোন দেখা যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাস্সাম ব্রিগেডসের ড্রোনগুলো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর জন্য বড় ধরণের সাফল্য ও সক্ষমতা হিসেবে গণ্য হবে। কারণ আগামীতে ফিলিস্তিনে যেকোনো যুদ্ধে নতুনকরে চ্যালেঞ্জের মুখে পড়বে দখলদার ইসরাইল।

২০১৪ সালে গাজা যুদ্ধে প্রথম বারের মতো আত্মঘাতী ড্রোন ‘আবাবিল’ ব্যবহার করে ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড। এর মধ্যদিয়ে হামাসের ড্রোন শক্তি সম্পর্কে জানতে পারে দখলদারেরা। ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত হামাসের সামরিক ব্রিগেডস ড্রোন ক্ষেত্রে আরও শক্তিশালী হয়েছে।

এছাড়া, ক্ষেপণাস্ত্র শক্তিতেও অনেক দূর এগিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। গত বছরের যুদ্ধে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ হয়ে শেষ পর্যন্ত হামলা বন্ধ করতে বাধ্য হয় ইহুদিবাদীরা।#

পার্সটুডে

Related Articles