আমার পটিয়া. কম : পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু (৬৫) আর নেই।
আজ সোমবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নেলিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বাদে আছর মরহুমের প্রথম নামাজে জানাযা বাদে আছর পটিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে এবং ২য় জানাযা বাদে মাগরিব মরহুমের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়ায় অনুষ্ঠিত হবে। পরে তার মরহুম পিতা আশিয়ার সাবেক চেয়ারম্যান আবু বক্কর চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
পটিয়ার সাবেক এমপি গাজী মো: শাহজাহান জুয়েল, দক্ষিন জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম, খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, জাহেদুল হক, নুরুল ইসলাম সওদাগর, গাজী আবু তাহের শোক প্রকাশ করেন৷
পটিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক:
পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপুর মৃত্যুতে পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এটিএম তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরি সদস্য এসএমএকে জাহাঙ্গীর, নুর হোসেন, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজুসহ কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।