পটিয়ার ছনহরায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতির বিজয়!

পটিয়ার ছনহরায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতির বিজয়!

আমার পটিয়া. কম : পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতি।

১৫ জুন বুধবার এই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

শান্তিপূর্ণ ভাবে ভোট হলেও সরকারি দলের প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতি ছিল কম। এর মধ্যেই নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো ছিল প্রায় ভোটার শূন্য।

আওয়ামীলীগের প্রার্থী মামুনুর রশিদ রাসেলকে ঋণ খেলাপীর দায়ে উচ্চ আদালত প্রার্থীতা বাতিল করায় নির্বাচনে ছিল না তেমন কোন আমেজ।

ভোট কেন্দ্রে দেখা যায়নি ভোটারদের দীর্ঘলাইন। তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ছনহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীর সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এ নির্বাচনে আবদুর রশিদ দৌলতী ছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান পদে জাহেদুল হক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন প্রতিদ্বন্ধিতায় ছিলেন। ছনহরা টিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম ছনহরা ছিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসা, ছনহরা জ্যোতিষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমেশ-ফনীন্দ্র স্মৃতি পাঠাগার, উত্তর চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি বেশি। ভোট গ্রহণ শেষে ৯টি ওয়ার্ডের ফলাফল গণনা করে স্বতন্ত্র চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৫৭৯৯ ও স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন ভোট পেয়েছে ১২৪ ভোট।
রিটার্নি অফিসার ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। #

Related Articles