বাংলাদেশ ইন্সুইরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশন উপদেষ্টা হলেন বদিউল আলম

বাংলাদেশ ইন্সুইরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশন উপদেষ্টা হলেন বদিউল আলম

আমার পটিয়া. কম : বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা হলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম বদি।

আজ বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কেএনএম খোরশেদ আলম বাদল ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সার্ভেয়র্স এসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, যুবনেতা বদিউল আলমকে বাংলাদেশ ইন্সুরেন্স সার্ভেয়র্স অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা করতে পেরে তারা নিজেরা গর্ব বোধ করছেন।

তারা আশা প্রকাশ করেন এর ফলে বাংলাদেশ ইন্সুরেন্স সার্ভেয়র্স অ্যাসোসিয়েশনের কাজের গতি ত্বরান্বিত হবে এবং সদস্যগণ তাদের কাজের ক্ষেত্রে আরো প্রফুল্ল ও আনন্দের সাথে কাজ করতে আগ্রহবোধ করবেন।

বদিউল আলম বদি এ প্রতিবেদককে জানিয়েছেন, বাংলাদেশ ইন্সুরেন্স সার্ভেয়র্স অ্যাসোসিয়েশন এর সিনিয়র উপদেষ্টা হতে পেরে তিনি গর্বিত।

এজন্য তিনি এই সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে একটা উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেন বাংলাদেশ ইন্সুইরেন্স  সার্ভেয়র্স এসোসিয়েশন আধুনিক বীমা ব্যবস্থার মাধ্যমে সে স্বপ্ন পূরণে উন্নয়নের সারথি হয়ে থাকবে।

Related Articles