সামরিক বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে আরো একটি অত্যাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করেছে চীন।
ফুজিয়ান নামে এই জাহাজ সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ প্রযুক্তি এবং নকশায় নির্মিত হয়েছে।
শুক্রবার সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ড থেকে জাহাজটির উদ্বোধন করা হয়।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নামে এই জাহাজের নামকরণ করা হয়েছে।
এটি হচ্ছে ০০৩ শ্রেণির নতুন প্রজন্মের বিমানবাহী যুদ্ধজাহাজ।
বিমানবাহী জাহাজটিতে পূর্ণাঙ্গ ফ্লাইট সাপ্লাই এবং লঞ্চ সিস্টেম রয়েছে। চীনা নৌবাহিনীতে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ চালু করার ১০ বছর পর নতুন এই জাহাজটি নৌবাহিনীতে যুক্ত করা হলো।
সাংহাই অ্যাডভান্সড শিপইয়ার্ডে এই জাহাজ তৈরি হয়েছে এবং বলা হচ্ছে-আকার এবং সক্ষমতার দিক দিয়ে এটিই প্রথম আমেরিকার বাইরের কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ।
এর আগে চীন লিয়াওনিং এবং শ্যানডং নামে দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ চালু করেছে। ২০১২ সালে লিয়াওনিং এবং ২০১৯ সালে শ্যানডং জাহাজ চালু হয়।
সূত্র: আল-জাজিরা।